মিরপুর প্রতিনিধি\
কুষ্টিয়ার মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপি বিদ্যালয়ের খেলার মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতি বিশ্ববাসীর কাছে সহজেই পরিচিতি লাভ করে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে থাকে। সুষ্ঠু ও সুন্দর জাতি গঠনে লেখাপড়ার পাশাপশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় শরীর ও মন সুস্থ থাকে। খেলাধুলা বিনোদনের অন্যতম মাধ্যম। তিনি নারী শিক্ষার গুরুত্বরোপ করে বলেন, শিক্ষিত মাতা জাতি গঠনের শ্রেষ্ঠ সেনানী। তাই শিক্ষিত জাতি গঠনে নারী শিক্ষার ভ‚মিকা অপরিসীম। তিনি শিক্ষার্থীদেরকে সৎ যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহবান জানান।
এতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন।
ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামানের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারজানা জামান, সহকারী শিক্ষক বিলাল হোসেন, জয়শ্রী পাল, ওমর ফারুক. আসাদুজ্জামান রনি, সেলিনা আক্তার, ইসমা খাতুন প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতাটি সার্বিকভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরিফুল ইসলাম ও সহকারী শিক্ষক শফিউল ইসলাম।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ ফেব্রুয়ারি ২০২৪
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](https://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post