চট্টগ্রামের আনোয়ারায় মধ্যরাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেসরকারি ব্যাংক, রেস্টুরেন্টসহ অন্তত ১০ দোকান। রবিবার (৬ নভেম্বর) রাত ১২টায় আনোয়ারা উপজেলার চৌমুহনী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, রবিবার রাত ১২টায় স্থানীয় চৌমুহনী বাজারের আমিন মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোজনবাড়ি নামে একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। এই ভবনে বেসরকারি এবি ব্যাংক লিমিটেডের একটি শাখাও রয়েছে। এ ছাড়া নিচে গ্যাস সিলিন্ডারের দোকান, স্বর্ণের দোকানসহ কয়েকটি দোকান রয়েছে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আগুনে ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভোজনবাড়ি রেস্টুরেন্টের ৩ তলা বিশিষ্ট মার্কেটের দোতলা ও ৩য় তলা প্রায় পুরোটাই পুড়ে গেছে। দোতলায় রেস্টুরেন্ট ও এবি ব্যাংকের শাখা ছিল। দমকলকর্মীরা এবি ব্যাংকের নৈশ প্রহরীকে জীবিত উদ্ধার করেছে। রেস্টুরেন্টে বেশ কয়েকজন কর্মী ছিল। আগুন লাগার সাথে সাথে তারা নিচে নেমে আসতে সক্ষম হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৭,২০২২//

Discussion about this post