Print Date & Time : 14 May 2025 Wednesday 5:25 pm

অগ্নিগর্ভ ইউক্রেনের ডনবাস, গুলিতে নিহত সেনা


আন্তর্জাতিক ডেস্ক:

পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত বিদ্রোহী অধ্যুষিত ডনবাস অঞ্চলে শনিবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিন রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের গোলার আঘাতে ইউক্রেনের এক সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী বলছে, যুদ্ধের তীব্র শঙ্কার মাঝে শনিবার সকালের দিকে ওই সৈন্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী আরও বলেছে, রাশিয়ার নির্দেশে বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে এসব হামলা পরিচালিত হচ্ছে।

তারা বলছে, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা তাদের প্ররোচিত করার চেষ্টা করছে যাতে তারা পাল্টা গুলি চালায় এবং এতে বেসামরিক লোকজনের প্রাণহানির ঘটনা ঘটে।

ডনবাস অঞ্চল দিনকে দিন যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে তাতে পশ্চিমা দেশগুলোর মধ্যেও এ নিয়ে উদ্বেগ বাড়ছে। এরইমধ্যে দোনেস্ক এলাকার রুশপন্থী বিদ্রোহী সরকারের প্রধান ডেনিস পুশিলিন শনিবার এক বিবৃতিতে সব (বিদ্রোহী) সেনাদের প্রকাশ্যে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন।

যুদ্ধ করতে সমর্থ এমন সব পুরুষকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। নারী, শিশু ও বয়স্কদের নিরাপদে সরানোর পরিকল্পনা করা হয়েছ, এবং অনেকেই সীমান্ত পেরিয়ে রাশিয়ার রস্তভ-অন-ডন অঞ্চলে আশ্রয় নিয়েছে। প্রচুর শরণার্থী ঢুকতে পারে- এ সম্ভাবনায় রাশিয়া সীমান্তবর্তী ঐ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ইউক্রেনে সক্রিয়তা বেড়েছে রুশপন্থী বিদ্রোহীদের। এ বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনের সরকারি বাহিনীর এ সংঘাতের কারণে যুদ্ধের শঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করে রাশিয়া। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা দাবি করে, ইউক্রেনে হামলা চালাতে এ সেনা সমাবেশ ঘটিয়েছে দেশটি। সূত্র- বিবিসি

দৈনিক দেশতথ্য//এল//