ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিক্সা সংঘর্ষে রেজাউল ইসলাম (৩৫)
নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় ট্রাক চালকসহ অটোরিক্সার ৫
যাত্রী আহত হয়েছে। গতকাল বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের বড়বাড়ি বাজার এলাকায় এ ঘটনাটি
ঘটে।
নিহত রেজাউল ইসলাম কুড়িগ্রামের কাঠালবাড়ি বাজারের ফকিরপাড়া
গ্রামের আহমেদ আলীর (মাষ্টার) ছেলে। লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজার থেকে অটোরিক্সায় করে কুড়িগ্রামের কাঠাল বাড়ি যাচ্ছিলেন।
পরে বিপরীত থেকে আসা একটি ট্রাক ওই অটোরিক্সা সঙ্গে সংঘর্ষ
ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিহাট ও কুড়িগ্রাম
সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে সদর থানার ওসি এরশাদুল ইসলাম
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবি//দৈনিক দেশতথ্য //মার্চ ৩১,২০২৩//