
-: সুফিয়া বেগম:-
আমি মক্কা গেলাম মদিনা গেলাম তোমায় খুঁজিতে
তুমি আছো আমার অন্তর মাঝে পাই না দেখিতে
এ কেমন অন্ধ আমি চারপাশে সবই দেখি
শুধু পাই না তোমায় দেখিতে। থাকো তুমি মনের কোন কুঠুরিতে?
আমি ধ্যানে জ্ঞানে সাধনে ভজনে খুঁজি তোমায় সবখানে
তুমি আছো চরাচর ব্যাপিয়া সব সৃষ্টিকে আকীর্ণ করিয়া
তুমিই চালাও এই আমাকে সদা করুণা কৃপা দিয়া
তবু পাই না তোমায় দেখিতে।
থাকো তুমি মনের কোন সে কুঠুরিতে?
আমি নই শুধু মানুষ যা দেখা যায় সবই ফানুস
রক্ত মাংসের এই শরীরের ভিতর যে বসত করে সেই তো আসল
তুমিই সে মন মহাজন খোদা যেমনি চালাও তেমনি চলি আমরা
তবু পারি না তোমায় চিনিতে।
থাকো তুমি মনের কোন সে কুঠুরিতে?
লেখক পরিচিতি:
কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও ব্যাংকার। ঢাকা, বাংলাদেশ।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০২,২০২২//