খুলনার পাইকগাছায় সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কপিলমুনিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ব্রয়লার মুরগী বিক্রি ও দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় আবুবক্কর গাজীকে ৩ হাজার টাকা, রুহুল আমিন গাজীকে ২ হাজার টাকা ও ব্রয়লার ব্যবসায়ী রাজু গাজীকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির দায়ে ব্রয়লার ব্যবসায়ী বাশার গাজীকে আটক করা হয়েছে।
এদিকে সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য কিনতে পারেন সে ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন আলু ৩৫ থেকে ৩৬ টাকা, পেঁয়াজ ৬৫ টাকা, ডিম পিচ প্রতি ১২ টাকা মূল্যের বেশিতে না কিনতে সর্বসাধারণকে আহ্বান জানান। পাশাপাশি সকল ভোগ্য পণ্য সরকার নির্ধারিত মূল্যে ক্রয়- বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করেন তিনি।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু, কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোঃ কামাল হোসেন, কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই শাহাজুল ইসলাম, পেশকার মোহাম্মদ ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২১,২০২৩//

Discussion about this post