সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
উপজেলার মিরপুর ইউনিয়নে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারে বিশিষ্ট লেখক, গবেষক, হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ-এর নিঃশর্ত মুক্তির দাবিতে জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দের উদ্যােগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুফতি মাওলা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মাওলানা নিজাম উদ্দিন জালালী ও শহিদুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমেদ্বীন প্রভাষক মাওলানা আজমল হোসেন জামি, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, আ.লীগ নেতা শফিকুর রহমান লিলু, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, সাবেক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, কাউন্সিলর কামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ পীর, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমদ, হাফিজ নুরুজ্জামান। এসময় অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, জগন্নাথপুর আওয়ামী লীগ নেতা আলাল হোসেন রানা, প্রভাষক মাওলানা আবু আইয়ুব আনছারী, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সাধারন সম্পাদক মাওলানা নুর আহমদ, মাওলানা নুরুল হক, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা মহিউদ্দিন মিছবাহ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা কবির হোসেন, মাওলানা আজমল হোসেন, প্রভাষক মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, হাফিজ ইলিয়াস উদ্দিন, হাফিজ নুরুজ্জামান, সমাজকর্মী তাইফুর রহিম নাহিদ, সুনামগঞ্জ জেলা তালামীযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফিজ মোঃ শাহ আলম, সুনামগঞ্জ তালামীযের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পূর্ব শাখা তালামীযে ইসলামিয়ার সভাপতি আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর উপজেলা পশ্চিম তালামীযের সভাপতি আব্দুল কদ্দুস, পৌর শাখার সভাপতি ইমরান খান, সেজু কোরেশী, মাহীন আহমদ, হাবিবুর রহমান, ইমরান আহমদ জিলানী, শামীম আহমদ, জাকারিয়া আহমদ, আবু সাইদ মোহাম্মদ ইয়াহ ইয়া, জাহিদ হাসান, তানভীর হাসান রাহেল, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ি, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী- পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post