নিজস্ব প্রতিবেদক : গতকাল শুক্রবার, বেলা ১১টায় সংগঠনের কোর্টপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে অনলাইন সাংবাদিকদের অধিকার আদায়ের জাতীয় সংগঠন অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়৷
সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা সভাপতি শৈবাল আদিত্যের সভাপতিত্বে বিশেষ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সভাপতি মিলন মাযহার, ওয়াহিদ ইউসুফ খান লিটন, সহ-সভাপতি শরিফুল হক পপি, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রবিউল, সহ সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রুমেল, প্রচার সম্পাদক সেলিম আহমেদ তাক্কু, প্রকাশনা সম্পাদক প্রিতম মজুমদার, দপ্তর সম্পাদক পাভেল ইমতিয়াজ প্রমুখ৷
সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আলোচনা করা হয়৷ আগামী ১০ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সম্মাননা, অনলাইন প্রেস ইউনিটি, জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ‘অনলাইন সাংবাদিকতার সীমাবদ্ধতা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা আয়োজনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷
সভা সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নাব্বির আল নাফিজ৷

Discussion about this post