Print Date & Time : 23 August 2025 Saturday 3:09 am

অনলাইন ফুড বিজনেস করে সাবলম্বী আফরিন ইসলাম

নিজস্ব প্রতিবেদক : অনলাইনে ফুড ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন আফরিন ইসলাম। জানা যায়, আফ্রিন ইসলাম একটি মধ্যম ঘরের মেয়ে। তার ইচ্ছা ছিল তার হাজবেন্ডের পাশাপাশি সেও কিছু করবে। তারই প্রেক্ষিতে পরিবারের সকলের পরামর্শ ক্রমে সে অনলাইনে ফুড বিজনেস শুরু করে। তার খাবারের আইটেমের মধ্যে রয়েছে কেক, পেষ্টি, ফাস্টফুড সহ হরেক রকমের খাবার।

আফরিন ইসলাম জানান, পরিবারে আমার তেমন কোনো কাজ না থাকায় আমার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলি আমি অনলাইন বিজনেস করতে চাই। আর তখনই আমার হাজব্যান্ড আমাকে উৎসাহিত করে। আমি রান্না বান্নায় ভালো ছিলাম যার কারণে ফুড ব্যবসা বেছে নিয়। এবং অনলাইনে আপ্পায়ন নামে একটি পেজ ওপেন করি। পরবর্তীতে আস্তে আস্তে আমার পেজে বেশ ভালো ফলোয়ার হতে থাকে। বর্তমানে এই ফলোয়ার বৃদ্ধির কারণে আমার ব্যবসা ও বেশ জমজমাট আকার ধারণ করেছে।আর এই ব্যবসার শুরুতে আমার সবথেকে বেশি উৎসাহ জাগিয়েছেন আমার হাজব্যান্ড,ভাবি ও ননদ।

তিনি আরো বলেন, আসলে আমরা মেয়েরা যদি পরিবারের পাশাপাশি নিজেরাও কোন ব্যবসা করতে চাই তাহলে পরিবারের উন্নতি অতি সহজেই করা যায়