Print Date & Time : 11 May 2025 Sunday 4:27 am

অনশন ভাঙলেন দৃষ্টিপ্রতিবন্ধী ঢাবি শিক্ষার্থী

ঝিনাইদহ প্রতিনিধি: চাকরির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আমরণ অনশন স্থগিত করেছেন।ঝিনাইদহ জেলা প্রশাসনের চাকরির আশ্বাসে ১৩ ঘণ্টা পর আমরণ অনশন স্থগিত করেন ঢাবি শিক্ষার্থী শাহীন আলম। এর আগে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেন তিনি।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা জানান, সোমবার সকাল থেকে চাকরির দাবিতে আমরণ অনশন শুরু করেন দৃষ্টিপ্রতিবন্ধী শাহিন আলম। বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশের পর আমাদের নজরে আসে। বিকেল ৪টায় দৃষ্টিপ্রতিবন্ধী শাহীন আলমকে জেলা প্রশাসকের কার্যালয় নিয়ে যাওয়ার জন্য নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আব্দুল্লাহ আল মামুন ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসেন।তিনি তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। তখন তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকারি চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অনশন ভঙ্গ করবেন না। পরে সন্ধ্যায় আমি যাই। আমাকেও সরকারি চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অনশন ভঙ্গ করবেন না বলে জানিয়ে দেন। পরে জেলা প্রশাসকের আশ্বাসে রাত সাড়ে ১০টায় তিনি অনশন কর্মসূচি স্থগিত করেন।

দৈনিক দেশতথ্য//এল//