জামালপুরে অনাথ ও অসহায় ছেলেমেয়েদের মাঝে খাদ্য বিতরণ করলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী।
বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর রিক্রিয়েশন ক্লাবে অপরাজেয় বাংলাদেশ স্নেহা নিরাপদ আশ্রয়কেন্দ্রের ৭০ জন ছেলেমেয়ের মধ্যে এই খাদ্য বিতরণ করেন ওই নেতা।
জানা গেছে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে এই খাদ্য বিতরণ করা হয়।
খাদ্য বিতরণে আরও অংশ নেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, আতিকুর রহমান ছানা, জিএসএম মিজানুর রহমান, আশরাফ হোসেন তরফদার, সোহরাব হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুজাফর শিসা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক সদস্য আজিজুর রহমান ডল, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি মোশায়ের উল ইসলাম রতন, সদর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. শফি-উদ-দৌলা চিশতী প্রমুখ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ এপ্রিল ২০২৩

Discussion about this post