কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:নিজের ১৮তম জন্মদিনে কোনো জাঁকজমক নয়, অনাথ শিশুদের সঙ্গে কাটালো দৈনিক ইত্তেফাক কোটালীপাড়া প্রতিনিধি গৌরাঙ্গ লাল দাসের জ্যেষ্ঠ সন্তান আশুতোষ দাস
মানুষের মধ্যে সামাজিক মুল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে এক অনন্য প্রচেষ্টা তার।বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে নয়, অথবা বাড়িতে ধুমধাম অনুষ্ঠান করেও নয়।উপজেলার জহরের কান্দি অনাথ আশ্রমের ২০ জন আবাসিক অনাথ শিশুদের নিয়ে জন্মদিন পালন করলেন পশ্চিমপাড় গ্রামের আশুতোষ দাস ।এই মহৎ কাজে আশুতোষের সঙ্গে ছিল তার পরিবার ।নিজের জন্মদিন একটু অন্যভাবে পালন করার ইচ্ছে ছিল এবার।তাই পরিবারের সঙ্গে নয়,কোনও এক আবাসিক অনাথ শিশুদের সঙ্গে নিজের জন্মদিন পালন করার কথা মাথায় আসে তার।নিজের ভাবনার কথা বাড়িতে জানিয়েছিল আশুতোষ।ছেলের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছিল পরিবারও। সেই মত জন্মদিন পালন করতে আশুতোষ ও তার পরিবার হাজির হয়েছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জহরের কান্দি অনাথ আশ্রমের আবাসিক শিশুদের মাঝে।
নিজে হাতে প্রায় ২০জন শিশুদের মধ্যে পড়াশুনার সামগ্রী খাতা ও কলম তুলে দিল আশুতোষ।দুপুরের খাবার,কেক কাটা,মিস্টিমুখ,গান ও আনন্দ উল্লাসে পালন করা হয় জন্মদিনের অনুষ্ঠান।
আশুতোষ দাস বলেন, গত বছর আমি একটি আশ্রায়ণ প্রকল্পের শিশুদের মাঝে আমার জন্মদিনে খাবার বিতরণ করেছি। এবছর আগেই ভেবে রেখে ছিলাম আমার জন্মদিন একটু অন্যভাবে একটি অনাথ আশ্রমের শিশুদের সাথে পালন করবো।সেই ভাবনার কথা আমার পরিবারের সঙ্গে শেয়ার করলে তারাই ঠিক করে, এবার কোনো রেস্তরা নয়, অনাথ শিশুদের সাথেই আমার এবারের জন্মদিন পালন করা হবে। তাই আমি আজ এই শিশুদের সাথে নিয়ে জন্মদিন পালন করতে পেরে খুবই আনন্দিত।
আশুতোষের এমন উদ্যোগকে উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুতোষের পিতা সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, মা শিক্ষিকা পান্না রানী দাস, রীনা বাইন, নিপা দাস, জহরেরকান্দি অনাথ আশ্রমের সভাপতি বিবেকান্দ ঢালী, সাধারণ সম্পাদক অমিত ঢালী,নির্বাহী সদস্য বনজ কুমার মজুমদার,সদস্য ডা. বিমল বৈরাগী, সেবাইত দিজেন রায়, পরিচালক ইতি ঢালীসহ টিম গেরিলার সদস্যবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post