Print Date & Time : 5 July 2025 Saturday 3:32 pm

অনুরাগ লালন একাডেমীতে মত বিনিময় সভা

কুষ্টিয়ার মিরপুর পৌর শহরের পুরাতন সিনেমা হলের সামনে অবস্থিত অনুরাগ লালন একাডেমী ও সাংস্কৃতিক সংঘ পরিদর্শন  ও শিল্পীদের  মত বিনিময় সভায় আমন্ত্রীত অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারী কলেজের অবপ্রাপ্ত প্রফেসর নুরুদ্দিন, দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম কলেজের প্রভাষক আসাদুজ্জামান স্বপন, মিরপুর রিপোর্টাস্র্ ইউনিটির সভাপতি হাসানুর খান তাপস, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী এম আনোয়ার হোসেন নিশি প্রমুখ। শুক্রবার রাত সাড়ে ৮ টার সময় একাডেমীর  কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুরাগ লালন একাডেমী ও সাংস্কৃতিক সংঘ পরিদর্শন ও শিল্পীদের মত বিনিময় সভায় একাডেমির সাধারণ সম্পাদক বি এম বরকত উল্লাহ্ শ্রাবণের পরিচালনায় অনুরাগ লালন একাডেমী সাংস্কৃতিক সংঘের সদস্যদের  মধ্যে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক  হারুন-অর রশিদ ওরফে (পরোশ ক্ষ্যাপা), কোষাধ্যক্ষ ছাতিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সঙ্গীত শিল্পী আব্দুল হান্নান, ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোনায়েম হোসেন, নির্বাহী কমিটির সদস্য নিয়ামত শাহ্, লিটন আলী, শাওন আলী, বিপ্লব হোসেন প্রমুখ।  মত বিনিময় সভা শেষে সঙ্গীতানুষ্ঠান পরিবশেন করেন।

দৈনিক দেশতথ্য//এল//