বেনাপোল (যশোর) প্রতিনিধি:শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়ে গেল বেনাপোল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে ডেইলিস্টার ও এনটিভির সাংবাদিক মহসিন মিলন এবং সাধারন সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ চ্যানেলের সাংবাদিক বকুল মাহবুব নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যশোর থেকে প্রকাশিত লোকসমাজ পত্রিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি। বিকাল ৩টা থেকে বিকাল ৬ টা পর্য্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন প্রেসক্লাবের সকল সদস্য। নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ইত্তেফাক প্রতিনিধি কাজী শাজাহান সবুজ ও কালের কন্ঠের সাংবাদিক জামাল হোসেন।
দৈনিক দেশতথ্য//এল//