এক ব্যাক্তি ভূল ভূল করে অন্যের বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা পাঠিয়েছিলেন। কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট সেই টাকা প্রকৃত মালিককে ফেরৎ এনে দিয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, চট্টগ্রামের সাতকানিয়া থানার পশ্চিম ঘাটিয়াডাঙ্গা ব্যবসায়ী মোঃ শাখাওয়াত তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ২০ হাজার টাকা ভুলবশত অন্য একটি বিকাশ মাধ্যমে পাঠিয়ে দেন। টাকা ফেরত পেতে ব্যর্থ হয়ে তিনি সিএমপি কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
উল্লিখিত সাধারণ ডায়েরির প্রেক্ষিতে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট তথ্য প্রযুক্তির মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করে অপরাধীকে খুঁজে বের করে ব্যবসায়ী মোঃ শাখাওয়াত পাঠানো ২০ হাজার টাকা উদ্ধার করে দিয়েছে।
উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তরকালে এসপি মোঃ খাইরুল আলম বলেন,
সাইবারক্রাইম একটি খুব সুক্ষ অপরাধ। অদৃশ্য বা সূক্ষ্ম অপরাধের অপরাধী শনাক্তকরণের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট চালু করা হয়েছে। যার ফলশ্রুতিতে বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এই ইউনিটটি অদৃশ্য অপরাধীদের শনাক্তকরণের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।
উদ্ধার করে দেওয়া টাকা পেয়ে জিডির বাদী মোঃ শাখাওয়াত আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ভুলবশত অন্য নাম্বারে টাকা যাওয়ার পর আমি তা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে জিডি করি। কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট আমার টাকা উদ্ধার ফিরে দেওয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ আনিসুল ইসলাম উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//১৬.০২.২০২২//

Discussion about this post