গাজীপুর মহানগরের পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের কুদাব এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি রোধ করার লক্ষ্যে সিসি ক্যামেরার স্থাপন করা হয়েছে।
শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা ও শিশু বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী এবং গাজীপুর-০৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি আনুষ্ঠানিক ভাবে সিসি ক্যামেরা চালুর কার্যক্রম উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ চুমকি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে পূবাইলে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই ক্যামেরা গুলো জনগণের জানমাল ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের সহায়ক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সাথে অপরাধও কমে আসবে।
তিনি আরো বলেন, কিছুদিন আগে ৪২ নম্বর ওয়ার্ডে ডাকাতি হয়েছিল। পুবাইল থানার ওসি মহিদুল ইসলাম সহ সকল অফিসারদের অক্লান্ত পরিশ্রমের ফলে পনের দিনের মধ্যেই ডাকাতদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন অদম্য উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তখনই স্বাধীনতাবিরোধীরা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে অপতৎপরতা শুরু করেছে। তারা দেশ-বিদেশে বিভিন্ন ধরনের অপ-প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা আধুনিক ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন দেখে সহ্য করতে পারছে না। দেশ বিরোধী অপশক্তি বিএনপি-জামাত জোট চাই বাংলাদেশ পিছিয়ে থাক। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা বিনির্মাণ করে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠা করতে চাই। পুবাইলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান এইসব অপশক্তিদের কে যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে গাজীপুর মহানগর পুলিশ বদ্ধ পরিকর। অপরাধ দমনে সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর সফলতা ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি।
উদ্বোধনী অনুষ্ঠানে ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা বেগম, আওয়ামী লীগ নেতা সোহেল চিশতী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য রাজীবুল হাসান রাজীব, আহবায়ক সদস্য ইকবাল মাষ্টার, যুবলীগ নেতা শেখ আব্দুল হালিম, যুবলীগ নেতা বেলায়েত মোল্লা,শাহিনুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইউনাইটেড প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর সভাপতি মামুনুর রশিদ ভূইয়া। সিসি ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠান তত্ত্বাবধান করেন পুবাইল থানার অপারেশন অফিসার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম।
এবি//দৈনিক দেশতথ্য // মার্চ ১, ২০২২//