কামরুল ইসলাম মনা: মাদক, জঙ্গিবাদসহ যেকোনো প্রকার অপরাধ দমনে কঠোর ভূমিকার কথা জানালেন ওসি মজিবুর রহমান।
আজ মঙ্গলবার দুপুরে ভেড়ামারার ধরমপুর ইউনিয়নে সর্ব সাধারণ কে নিয়ে বিট পুলিশং সভায় অপরাধ দমনে সি আই এম এস( সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম) ফর্ম পূরণে প্রত্যেক নাগরিকের উপর গুরুত্বারোপ করা হয় ।
ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বিট পুলিশং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা থানার ইন্সপেক্টর তদন্ত নান্নু খাঁন, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আওয়াল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ, সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ চপল।
বিট পুলিশং সভার প্রধান অতিথি ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, জুয়া, কিশোর গ্যাং, অবৈধ যানবাহনসহ জঙ্গি-সন্ত্রাস বিরোধী জনসচেতনতা গড়ে তুলে বিট পুলিশং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এই হোক আমাদের সকলের চাওয়া-পাওয়া।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post