Print Date & Time : 11 May 2025 Sunday 12:02 am

অপরিছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে জরিমানা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে অপরিছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠান কে মোবাইল কোর্টে জরিমান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলার খঞ্জনপুর একটি লাচ্ছা সেমাই তৈরি কারখানা ও সদরের হোটেল রেস্তোরাঁর কারখানায় মোবাইল কোর্টের এই অভিযান চালানো হয়। এসময় খাবারে পোড়া তেল ও নিম্নমানের লবন ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে খঞ্জনপুরে আব্দুল্যাহ সেমাই তৈরি কারখানা কে ২ হাজার, সদরের ইসলাম হোটেল ও মিটান্ন ভান্ডারকে ১০ হাজার, দিপ্তী মিটান্ন ভান্ডারকে ৫ হাজার এবং নিউ উর্মি হোটেল কে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় নিরাপদ খাদ্য পরিদর্শক সাখোওয়াত হোসেন ও থানা পুলিশের পুলিশ উপ-পরিদর্শক সঙ্গীয় ফোর্সসহ আনছার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//