Print Date & Time : 24 September 2025 Wednesday 8:24 pm

অপহরণের ৩ মাস পর শিক্ষার্থী উদ্ধার

মো.আলাউদ্দীন, (চট্টগ্রাম) : চট্টগ্রাম থেকে এক স্কুল ছাত্রীকে অপহরণের ৩ মাস পর নারায়নগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব ৭।
চট্টগ্রামের হালিশহর এলাকার ভাড়া বাসা থেকে গত ৩১ মার্চ ২০২২ইং স্কুলে যাওয়ার পথে ১৪ বছর বয়সী ওই ছাত্রীকে জোর করে নিয়ে যায় অপহরণকারীরা ।

পারিবারিক সূত্রে জানা যায় , ময়মনসিংহের পাগলা থানার ময়রা গ্রামের মফিজুল হকের ছেলে মোঃ ফরহাদ মিয়া ( ১৯) ভিকটিম ৯ম শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করত এবং এক পর্যায়ে বিয়ের প্রস্তাবও দিতো । ঘটনার দিন ভিকটিম স্কুল থেকে সময়মত বাড়ীতে না এলে ভিকটিমের বাবা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় নামীয় ৪জন ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন যার নং ১৩৫৩ তারিখ-৩১ মার্চ, ২০২২ ইংরেজি ।

RAB–7 এর আভিযানিক সূত্রে জানা যায়, ভিকমের বাবার থানায় অভিযোগের ভিত্তিতে মামলা হওয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পারেন ১নং আসামি মোঃ ফরহাদ মিয়া নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার ডরগাও এলাকায় একটা ভাড়া বাসাতে অবস্থান করছে । তারপর আভিযানিক দল নিয়ে ২৭ জুন ১৩-১০ মিনিটে অভিযান চালিয়ে এবং ভিকটিমের বাবার সনাক্ত করনের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে আটক করেন ।

দৈনিক দেশতথ্য//এল//