Print Date & Time : 10 May 2025 Saturday 4:48 am

অপহরণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে আলোচিত অপহরণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) দুপুর ১২ টায় রাজধানীর উত্তরার সেক্টর ৫ রোড নং ৩ ঢাকা হইতে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার সহযোগিতায় অপহরণ মামলার আসামি শাকিল মিয়াকে গ্রেপ্তার করেন৷
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এসআই সিরাজের নেতৃত্বে এএসআই আউয়াল আসামি শাকিল মিয়াকে গ্রেপ্তার করেন।

জানা যায় গ্রেপ্তারকৃত আসামি শাকিল মিয়া উপজেলার বাছিরপুরের চাকাটিলা এলাকার নুরুল ইসলামের ছেলে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন দৈনিক দেশতথ্য প্রতিবেদককে বলেন, মামলা দায়ের এর ১২ ঘণ্টার মধ্যে অপহরণ মামলার আসামি ঢাকা হইতে জুড়ী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে।

জুড়ী থানার মামলা নং ১ তারিখ ১৫/৫/২৩ ধারা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৭/৩০ এর এজাহারনামীয় আসামি শাকিল মিয়া (২০)পিতা নুরুল ইসলাম। আসামি শাকিলকে আজ বুধবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত অপহরণকারী আসামিকে কারাগারে প্রেরণ করেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//