গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারের পর দৃঢ় কন্ঠে আওয়ামী লীগ নেতা সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা বলেন, ‘আমি বঙ্গবন্ধুর সৈনিক। ভয়ের কিছু নেই। ৭১ এর হাতিয়ার গর্জে উঠবে আর একবার। শেখ হাসিনা দেশে আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
শনিবার সকালে পৌর শহরের এতিমখানা এলাকার নিজ বাসা থেকে কলাপাড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।
সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা উপজেলা আওয়ামী লীগ নেতা এবং টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে তিনি পটুয়াখালী-৪ আসনে মনোনয়ন চেয়েছিলেন। তার বাবা প্রয়াত সৈয়দ আবুল হাসেম মীর একজন বীর মুক্তিযোদ্ধা এবং এমসিএ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন।

Discussion about this post