মনিরুজ্জামান (জুলেট) শ্যামনগর সাতক্ষীরাঃ শ্যামনগর উপজেলা রমজান নগর ইউনিয়নে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে ভেটখালী শাখার উদ্যোগে অপুষ্টিতে থাকা শিশুদের মাঝে পুষ্টি ঘাটতি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রসপারিটি প্রকল্পের অর্থায়নে মঙ্গলবার সকাল ১০টার সময় দুইজন অপুষ্টি শিশুদের কে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ভেটখালী শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, শাখা হিসাব রক্ষক মোঃ ইয়াছিন আলী এটিও ডাঃ গোবিন্দ চন্দ্র বিশ্বাস, লাইভলিহুড জিকো বৈদ্য ও তপন মহলদার সহ আরো অনেকেই ।
শিশুদের অপুষ্টি মোকাবেলায় শিশু খাদ্য ক্রয় করে অপুষ্টিতে ভুগতে থাকা শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয় চাউল ৬ কেজি, ডাল ৩ কেজি সয়াবিন তেল ২ কেজি, আলু ৪ কেজি, গুর ২ কেজি ও বিভিন্ন শাক সবজি বিতরণ সহ নগত অর্থ বিতরণ করা হয়।
ভেটখালী শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম বলেন আমরা সামান্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি কিছুটা হলেও আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারে। যা শিশুদের পুষ্টি ঘাটতি চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা পালন করবে ।
দৈনিক দেশতথ্য///এস//

Discussion about this post