হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ণ প্রকল্পের দেয়াল ভাঙ্গচুর ও এক শ্রমিককে মারধরের ঘটনায় অবশেষে ওই শ্রমিকের কাছে ক্ষমা চেয়েছে যুবলীগ সদস্য আনোয়ার মেহেদী।
বৃহস্পতিবার (৪ অগাস্ট) বিকেলে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিতিতে তিনি ওই শ্রমিকের কাছে ক্ষমা চান।
জানা গেছে, পৌরসভার পশ্চিম আলমপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ এনে পৌরসভার মেহেদী পাড়ার বাসিন্দা ও উপজেলা যুবলীগ সদস্য ঠিকাদার আনোয়ার মেহেদী নির্মাণাধীন ঘরের দেয়াল ভেঙে দেন। এ সময় আজিম (২১) নামের এক শ্রমিককেও মারধরও করে যুবলীগ সদস্য আনোয়ার মেহেদী। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা আশ্রয়ণ প্রকল্পের চলমান নির্মাণকাজ বন্ধ করে দেন। পরে বৃহস্পতিবার বিকেলে উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় ও ইউএনওর উপস্থিতিতে আনোয়ার মেহেদী ওই শ্রমিকের কাছে ক্ষমা চায়লে পরে শ্রমিকেরা পুনরায় কাজে যোগ দেয়। তবে একাধিক সূত্রে জানা গেছে, প্রকল্পের কাজ না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে সে মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ণ প্রকল্পের দেয়াল ভাঙ্গচুর ও ওই ম্রমিককে মারধর করে। যার একটা ভিডিও ক্লিপ প্রতিবেদকের হাতে এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আশ্রয়ণের ঘরের নির্মাণকাজ আমি ও আমার বিভিন্ন দপ্তরের তিনজন প্রকৌশলী দিয়ে তদারকি করছিলাম। এতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই।
আর//দৈনিক দেশতথ্য//৬ আগষ্ট-২০২২

Discussion about this post