বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে বার্ষিক অর্থ (অনুদান) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০৯ জানুয়ারী সোমবার বেলা ১১টায় সমিতির কার্যালয়ে সমিতির চেয়ারম্যান অধ্যক্ষ মোহাঃ শফিকুর রহমান এর সভাপতিত্তে¡ প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আরিফউজ্জামান।
সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ নাজমুল করিম এর সার্বিক পরিচালনায় এই সময় বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী শামসুল হুদা, উপদেষ্ট্রা নেহালউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান একেএম শামসুজ্জামান, কোষাধ্যক্ষ কাজী শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মোমিন, নির্বাহী সদস্য হালিমা খাতুন। এই বছর সমিতির পক্ষ থেকে ১১৬ জনকে ৬ লক্ষ ৮৯ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়। শিক্ষাবৃত্তি প্রদান করা হয় ১৮ জনকে, এককালীন অনুদান প্রদান করা হয় ৫৫ জনকে, জরুরী চিকিৎসা বাবদ ৪২ জনকে, কন্যা বিবাহ খাতে ১ জনকে অনুদান প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ্য করেন যে, সরকারি কর্মচারীগণ সারাজীবন প্রজাতন্ত্রের সেবা করে এসেছেন। এখন অবসর সময়ে তারা বিভিন্ন কল্যাণমূখী কার্যক্রম পরিচালনা করছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি তাদের কল্যাণ কামনা করি। সভাপতি বলেন, আমরা সরকারের কাছে আরো কিছু ন্যায্য দাবী দাওয়া করেছি। আশা করি যে, সেগুলিও তাড়াতাড়ি বাস্তবায়ন করবে।

Discussion about this post