Print Date & Time : 23 April 2025 Wednesday 1:35 pm

অবৈধভাবে চিংড়ির পোনা উৎপাদন, দু’ হ্যাচারীকে অর্থদন্ড

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা):
খুলনার পাইকগাছায় অবৈধভাবে চিংড়ির পোনা উৎপাদনের দায়ে দু’টি হ্যাচারীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১০ জুলাই) বিকেলে মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে উপজেলার বোয়ালিয়া এলাকার ব্লুষ্টার হ্যাচারী ও পৌর সদরস্থ ন্যাশনাল শ্রীম্প হ্যাচারী এ দু’টি পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা করে সর্বোমোট ১লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

এসময় অবৈধভাবে উৎপাদনকৃত বিপুল পরিমাণ চিংড়ি মাছের পোনা ধ্বংস করা হয়।

মৎস্য অধিদপ্তর খুলনার উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, বটিয়াঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, পাইকগাছার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, এসআই তরিকুল ইসলাম ও পেশকার মোঃ ইব্রাহীমসহ অন্যান্যরা।

দৈনিক দেশতথ্য// এইচ//