তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মঙ্গলবার (১৯শে নভেম্বর) বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) ২ জন (পুরুষ) ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আটক করেন।
আটককৃত ব্যক্তিরা মোঃ মোহাবব্বত আলী হাওলাদার (৬৫), পিতা-মৃত মোহাম্মাদ হাওলাদার, গ্রাম-চালিতাবুনিয়া, ডাকঘর-বগিবন্দর, থানা-শরণকুলা, জেলা-বাগেরহাট।
মোঃ রবিউল হাওলাদার (১৯), পিতা-মোঃ মোহাবব্বত আলী হাওলাদার, গ্রাম-চালিতাবুনিয়া, ডাকঘর-বগিবন্দর, থানা-শরণকুলা, জেলা-বাগেরহাট।
আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে তাদের তথ্যমতে আরও ৬ জন (পুরুষ) অবৈধ অনুপ্রবেশকারীদের স্থানীয় জনসাধারণের সহযোগিতায় কচুরগুল এলাকায় অবস্থিত চা বাগানে দীর্ঘ সময় তল্লাশী অভিযান পরিচালনা করে চা বাগানের ভিতর হতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলো, মোঃ সেলিম মিয়া (৪০), পিতা-মৃত মুরাদ আলী, গ্রাম-ধর্মগঞ্জ, ডাকঘর-এনায়েতপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ। মোঃ মহিম (২৬), পিতা-মৃত নান্নু আকন, গ্রাম-কুলাইর চর, ডাকঘর-কাঠালিয়া, থানা-আমতলী, জেলা-বরগুনা। মোঃ রাশেদ ইসলাম (৩৪), পিতা-মৃত বুলু প্রমাণিক, গ্রাম-আমতলি, ডাকঘর-হাটফুলবাড়ী, থানা-সরিয়াকান্দি, জেলা-বগুড়া। মোঃ আবু নাঈম (২৪), পিতা-আনোয়ার হোসেন, গ্রাম-বুলাইল শান্তিনগর, ডাকঘর-ফতুল্লা, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ। মোঃ মামুন (২৮), পিতা-নুর উদ্দিন, গ্রাম-দিঘর কল্লা, ডাকঘর-নেয়ামতপুর, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ। মোঃ আশরাফুল ইসলাম (৩৫),পিতা-ফুটু ঘোস, গ্রাম-হরিনগর তাতিপাড়া, ডাকঘর-রাণীহাটি, থানা-শিবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জ।
জানা যায় যে, আটককৃত ৮ জন ব্যক্তির মধ্যে ৬ জন গত ১ বছর পূর্বে দালালের সহায়তায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং ভারতে অবৈধভাবে বসবাস করছিল এবং অন্য ২ জন ব্যক্তি গত ১৬ই নভেম্বর অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। ভারত হতে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি’র টহলদল এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় তাদেরকে আটক করা হয়।
বিজিবি বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী হাসান বলেন, ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জুড়ী থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।
মৌলভীবাজারের জুড়ী থানার ওসি মোঃ মোরশেদুল আলম ভূইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়ের করে আসামিদের মৌলভীবাজার জেলহাজতে পাঠানোর প্রস্তুতুি সম্পন্ন হয়েছে।