Print Date & Time : 10 September 2025 Wednesday 3:38 pm

অবৈধভাবে বালু পরিবহনের দায়ে জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন ও বালু পরিবহনের দায়ে গাড়ীর মালিক শামিম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন করে ডায়না ট্রাক যোগে বালু বহনের দায়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার তালুকদার।
এসময় ২২’শ ঘনফুট বালু রক্ষিত অবস্থায় রাখা বালু জব্দ করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার তালুকদার জানান, উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের দায়ে গাড়ীর মালিক শামিম মিয়াকে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে ২০১০ এর মোতাবেক বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এবং পাশাপাশি ২২’শ ঘনফুট বালু জব্দ করা হয়।
তিনি আরও বলেন,এভাবে বালু উত্তোলনকারী ও বহনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

দৈনিক দেশতথ্য///এস//