মো.আলাউদ্দীনঃ হাটহাজারীতে ড্রেন ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ফোরকান আহমদ নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা অর্থদন্ড করেছেন।
সোমবার (১৮ জুলাই) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম এ অভিযানের নেতৃত্ব দেন।
সূত্রে জানা যায়, হাটহাজারী পৌরসভার দেওয়াননগরস্থ ৩ নং ওয়ার্ডের কালাচাঁন দীঘির পশ্চিমে ” মা ভবন” সংলগ্ন এলাকায় এক ব্যক্তি ড্রেন ভরাট করে পানি চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরী করে গৃহ নির্মানের উদ্দেশ্যে স্কেবেটর ও ড্রাম ট্রাকের সাহায্যে কৃষি জমিতে মাটি ভরাট করছে এমন তথ্যের ভিক্তিতে ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। এসময় অপরাধ প্রমানিত হওয়ায় উপজেলার মেখল ইউনিয়নের ফোরকান আহমেদ নামের ওই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয় এবং ওই দিনই প্রতিবন্ধকতা সরিয়ে পূর্বের ন্যায় ড্রেইনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দেযার নির্দেশ প্রদান করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকতে বলে সতর্কও করা হয়। অভিযান পরিচালনার সময় স্থানীয় কাউন্সিলর আজম উদ্দীন, আনসার সদস্যরা এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবেশ এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আর//দৈনিক দেশতথ্য//২১ জুলাই-২০২২//