এনামুল হক কুষ্টিয়া : পুনাকের মেলার অনুমতি না থাকা সত্ত্বেও অদৃশ্য ক্ষমতার বলে ৪ মাসেও কুষ্টিয়া হাই স্কুলের খেলার মাঠ দখলবাজদের হাত থেকে মুক্ত হয়নি। মাঠে মেলার দোকানপাট দিয়ে দখল করে রাখায় খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। সচেতন মহলের দাবী প্রশাসনের গড়িমসির কারনে অবমুক্ত হচ্ছে না খেলার মাঠটি।
কুষ্টিয়া শহরের ব্যস্ততম সড়ক এনএস রোডের গাঁ ঘেঁষে অবস্থিত কুষ্টিয়া হাই স্কুলের খেলার মাঠ। এসএসসি পরীক্ষার মধ্যেই গত ৫ই মে মেলার অনুমতিপত্র পাওয়ার আগেই কুষ্টিয়া হাইস্কুল মাঠে মেলার প্রস্তুতি সম্পন্ন করে পুনাক। স্কুলের খেলার মাঠ হলেও এখানকার শিক্ষার্থীদের পাশাপাশি পার্শ্ববর্তী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়া ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসার প্রায় সহস্রাধিক কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে এই মাঠে। মেলার কারনে দীর্ঘদিন খেলার মাঠটি বন্ধ থাকায় খেলাধুলার পাশাপাশি শরীরচর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান দুইটির কোমলমতি শিক্ষার্থীরা।
মেলার অনুমতি না থাকা সত্ত্বেও দীর্ঘদিন খেলার মাঠটি দখল করে মেলার দোকানপাট দিয়ে দখল করে রাখার বিষয়টি কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সাবানা ইয়াসমিন স্বীকার করেন। এসময় তিনি অবৈধ দখলদার উচ্ছেদ প্রসঙ্গে জানান, গত ১২ই মে জেলার আইনশৃঙ্খলা মিটিংএ জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুলের কাছে খেলার মাঠ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য লিখিতভাবে জানতে চাওয়া হয়। এ সময় তিনি বলেন জেলা প্রশাসনের চিঠি আয়োজক কমিটির প্রতিনিধি মোঃ মহসিন কবিরের কাছে পাঠানো হয়েছে। তবে এসএসসি পরীক্ষা চলমান থাকায় আগামী ২০/২১ মে এর মধ্যে খেলার মাঠ অবমুক্তকরন বিষয়ে জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হবে বলে জানান তিনি ।
অবৈধভাবে খেলার মাঠ দখল করে রাখার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের কাছে জানতে চাইলে তিনি জানান কুষ্টিয়া হাই স্কুল অথবা মাঠের পার্শ্ববর্তী কুষ্টিয়া ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসার পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ আসলে উচ্ছেদের বিষয়ে ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন।
পুনাক বানিজ্য মেলার আয়োজক কমিটির প্রতিনিধি মহসিন কবিরের কাছে অনুমতি না থাকা সত্ত্বেও খেলার মাঠ দখল করে রাখা প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান কুষ্টিয়া জেলা পুলিশ সুপার তাকে মৌখিকভাবে মেলা স্থগিতের কথা জানিয়েছে। তবে এ সময় তিনি পুনরায় মেলা পরিচালনার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগের কথা জানান প্রতিবেদককে। মাঠ অবমুক্তকরন প্রসঙ্গে জেলা প্রশাসনের নির্দেশের কথা জানতে চাইলে তিনি বলেন কুষ্টিয়ার হাই স্কুল কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানিয়েছে । তবে কবে খেলার মাঠ অবমুক্ত করছেন এমন প্রশ্নের কোন সদুত্তর তিনি দিতে পারেননি। খেলার মাঠ অবৈধভাবে দখল এবং অবমুক্ত করনের সংবাদ সংগ্রহের কথা শুনে তিনি বিভিন্ন মাধ্যম দিয়ে সংবাদ বন্ধ করার জন্য প্রতিবেদককে চাপ দিতে থাকেন।
এদিকে দীর্ঘদিন যাবত কুষ্টিয়া হাই স্কুল খেলার মাঠের দখল ও অবমুক্ত করুন বিষয়ে জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, কুষ্টিয়া হাই স্কুলের খেলার মাঠে বানিজ্য মেলার নামে দখল করে রয়েছে তা অপসারণের জন্য এরই মধ্যে স্কুল কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানানোর পরও যদি মাঠ দখল মুক্ত না করে তাহলে জেলা প্রকাশনের পক্ষ থেকে মাঠটি দখলমুক্ত করতে যা করনীয় তা করা হবে।

Discussion about this post