Print Date & Time : 27 July 2025 Sunday 12:42 am

অবৈধ ১০ লাখ টাকার মাছ শিকারের জাল পুড়িয়ে ধ্বংস

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে প্রায় ১০ লাখ টাকা মূল্যের দশ হাজার মিটার অবৈধ নিষিদ্ধ জগৎ বেড় জাল পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (২৪শে জুলাই) সন্ধ্যায় জুড়ী উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে হাকালুকি হাওর থেকে বিভিন্ন সময়ে জব্দ করা অবৈধ জগৎ বেড় জালগুলো জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগ সূত্রের বরাতে জানা যায়, অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করায় দিন দিন দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির হুমকিতে পড়েছে। এই জালগুলো মাছ এবং পরিবেশের জন্য ক্ষতিকর। তাই মাছের প্রজনন, দেশীয় মাছের পোনা রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মৎস্য বিভাগ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন করা হচ্ছে, যাতে তারা অবৈধ জাল ব্যবহার না করেন।