Print Date & Time : 11 May 2025 Sunday 12:11 pm

অভিযানে নামছে এরদোয়ানের সেনাবাহিনী

সিরিয়ায় আবারও অভিযানে নামছে তুরস্কের সেনাবাহিনী। সীমান্তের কাছে নিজেদের দখলে থাকা দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করতে সেখানে অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।

এরদোয়ান সিরিয়ার যে স্থানে অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন বর্তমানে সেখানে অবস্থান করছে ‘সিরিয়ান ড্যামোক্রেটিক ফোর্স’। এই দলটি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সম্পৃক্ত।

‘পিকেকে’কে ১৯৮৪ সাল থেকে আলাদা কুর্দিস্তানের দাবিতে সশস্ত্র আন্দোলন করে আসছে। এ জন্য তুরস্ক পিকেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। পিকেকে এবং তুরস্কের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

এরদোয়ান বলেন, আমাদের দক্ষিণ সীমান্তে দুটি অঞ্চলের মধ্যে ৩০ কিলোমিটার নিরাপদ সংযোগ স্থাপন করতে আমরা যে প্রজেক্ট হাতে নিয়েছিলাম সেটির অসমাপ্ত কাজ শিগগিরই শুরু করতে যাচ্ছি। সেনা, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের প্রস্তুতি শেষ করার সঙ্গে সঙ্গেই সেখানে অভিযান শুরু হবে। -আরব নিউজ, আল জাজিরা

জা//দেশতথ্য/২৬-০৫-২০২২//০৫.১৭ পি এম