খুলনা প্রতিনিধি : খুলনার কয়রায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী(মুন্ডা) নারী ধর্ষণ মামলায় আটক ৪ আসামি
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত শুক্রবার ইমরান হোসেন ও শনিবার ওমর সাদিক, শাহ আলম ও জোবায়ের হোসেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ১৬৪ ধারায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আনোয়ারুল ইসলাম এ জবানবন্দি রেকর্ড করেন।
জবানবন্দিতে আসামিরা স্বীকার করেন,,৩ নং কয়রার ওই মুন্ডা নারীর সাথে স্থানীয় ডাবলু নামের এক যুবকের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক ছিল। ঘটনার দিন রাতে সাতজন মিলে ডাবলুকে হাতে নাতে ধরার জন্য ওই মহিলার বাড়ীতে যান। এরপর ডাবলুকে না পেয়ে মুন্ডা নারীকে ভয়ভীতি দেখিয়ে এক পর্যায়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণে লিপ্ত হন বলে স্বীকার করেছেন তারা।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহীম আলী বলেন, কয়রায় মুন্ডা নারী ধর্ষণ মামলায় আটক ৪ আসামি আদালতে তাদের দোষ স্বীকার করেছেন। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হোসেন জানান, ঘটনার সাথে জড়িত ৪ আসামিকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। আদালতে আসামিরা দোষ স্বীকার করে জবান বন্দি দিয়েছেন। বাকি আসমিদেরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি। এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৪,২০২২//