Print Date & Time : 9 July 2025 Wednesday 4:31 am

‘অমানুষ’ হয়ে ১৭ জুন আসছে নিরব-মিথিলা


মুক্তি পাচ্ছে নিরব-মিথিলা জুটির প্রথম সিনেমা ‘অমানুষ’। অনন্য মামুন পরিচালিত বনদস্যুর গল্পে নির্মিত সিনেমাটি গত বছরের ২৪ নভেম্বর (বুধবার) প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেলেও সে বছর নানা কারণে সিনেমাটি মুক্তি পায়নি।

এবার সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৭ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে আসছে ‘অমানুষ’ চলচ্চিত্রটি।

সিনোমটির পরিচালক অনন্য মামুন বলেন, আমাদের সবকিছু চূড়ান্ত হয়েছে। ১৭ই জুন চলচ্চিত্রটি মুক্তি পাবে। আর শিগগিরই হলগুলো চূড়ান্ত করা হবে। আশা করি সবার ভালো লাগবে।

সিনেমা মুক্তি নিয়ে চিত্রনায়ক নিরব বলেন, সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছি। জঙ্গলে শুটিং করেছি প্রতিকূল পরিবেশে। কাজটি করতে আমাদের চেষ্টার কমতি ছিল না। ১৭ জুন দেশজুড়ে মুক্তি পাবে ‘অমানুষ’ সিনেমাটি। আশা করি, দর্শকদের সিনেমাটি ভালো লাগবে।

সিনেমাটির ফার্ষ্ট লুকে নিরব-মিথিলাকে ভয়ংকর রুপেই দেখা যায়। পোস্টারে নিরবকে অমানুষ রুপে হাজির করা হলেও মিথিলাকেও হাজির করা হয়েছে ভয়ংকর নারী রুপে। তাই সিনেমাটিতে আসলে অমানুষ চরিত্রে কে অভিনয় করেছেন প্রশ্ন এখন সেটাই। দর্শকের মনে তৈরি হয়েছে রহস্য। তবে সব রহস্যের জট খুলবে ১৭ জুন।

নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শাহেদ আলী, কাজী নওশাবা আহমেদ, রাশেদ মামুন অপু, আনন্দ খালেদ, ক্রিস্টিয়ানো তন্ময়, ফারহান খান রিও প্রমুখ।

জা//দেশতথ্য/২৭-০৫-২০২২//০৭.১৭ পিএম