Print Date & Time : 4 July 2025 Friday 4:19 pm

অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ রায় বাস্তবায়নে মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুরে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালের রায় দ্রুত বাস্তবায়নে দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এএলআরডি’র সহযোগিতায় বুধবার (২৫ মে) সকালে ষ্টেশন চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ, প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন, পাঞ্জেরী  যুব সংস্থার  সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন,  উদয়ন যুব সংস্থার কোষাধ্যক্ষ তানিয়া সুলতানা নিলা, আদিবাসী নেতা সুজন কুমার ব্যাধ, সুকুমার ব্যাধ, প্রদীপ কুমার ব্যাধ, রুপা রানীসহ কোল সম্প্রদায়ের জনগোষ্ঠিত  উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//২৫ মে-২০২২//