Print Date & Time : 7 July 2025 Monday 10:00 pm

অষ্টগ্রামে অবৈধ ড্রেজার জব্দ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

সেই সাথে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারা অনুযায়ী একটি অবৈধ ড্রেজার জব্দ করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটিনগর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ/