”অসমতার বিরুদ্ধে লড়াই করি-দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোভার ফাইজুল ইসলাম আশরাফীর উপস্থাপনায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়ার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব। এর আগে বর্ণাঢ্য একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বরে এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আমিন উদ্দিন, কলমা ইউপি চেয়ারম্যান রাধাষ্ণ দাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাষ্টার করিব হোসেন ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল ওয়াহেদ।
এসময় জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মী ও স্কাউট সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//