Print Date & Time : 22 April 2025 Tuesday 11:52 pm

অষ্টগ্রামে ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অষ্টগ্রাম প্রতিনিধি, (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ইয়াবা ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) বিকেলে অষ্টগ্রাম থানা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে উপজেলার অষ্টগ্রাম রড় বাজার এলাকা থেকে ওয়াসিম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫৫ পিস ইয়াবা ও ৬ পিস হেরোইনসহ গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত ওয়াসিম উপজেলার সদর ইউনিয়নের খানঠাকুরদীঘির পাড়ের বাসিন্দা শাহ হোসেনের পুত্র। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অষ্টগ্রাম থানার এসআই মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।