Print Date & Time : 2 August 2025 Saturday 12:17 pm

অষ্টগ্রামে এসএসসির ১ম দিনে উপস্থিতির হার ৯৮.৬৫

হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
আজ দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ৬ কেন্দ্রে ১০৩৮ জন পরীক্ষার্থী বসেছে এবারের এ পরীক্ষায়।

সূত্র জানায়-অষ্টগ্রামে স্কুল, মাদ্রাসা ও ভোকেশনালের ৪টি মূল ও ২টি ভ্যেনু কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০২,অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩২১,আব্দুল্লাপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২২৬, অষ্টগ্রাম হোসেনীয়া আজিল মাদ্রাসা কেন্দ্রে ১৩৬, হক সাহেব উচ্চ বিদ্যালয় ভোকেশনাল কেন্দ্রে এবারই প্রথম ‌৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরে আলম জানান-অবাধ, সুষ্ঠু, নকলমুক্ত, শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে এবারের এ পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//