Print Date & Time : 22 April 2025 Tuesday 7:53 am

অষ্টগ্রামে ঐতিহ্যবাহী মেলা ‘চৌদ্দমাদল’ শুরু

মো. নজরুল ইসলাম, হাওরাঞ্চল প্রতিনিধি (কিশোরগঞ্জ):


প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয়েছে অষ্টগ্রামের ঐতিহ্যবাহী মেলা ‘চৌদ্দমাদল’ ।
১৯জানুয়ারী থেকে উপজেলার বাঙ্গালপাড়া হাই স্কুল এন্ড কলেজ মাঠে বসেছে প্রাণের এ মেলা।
সময়ের গতানুগতিক ধারায় শতাব্দীকাল ধরে চলে আসা এ মেলাকে ঘিরে হাওরের এ গ্রামীণ জনজীবনে নেমে আসে প্রাণ চাঞ্চল্য।
 গ্রামীন এ মেলা সামাজিক উৎসবে রূপলাভ করেছে। এ উৎসবের জন্য সারা বছরই মানুষ উৎসুখ থাকে এবং অধীর আগ্রহে প্রহর গুণতে থাকে। আবাল-বৃদ্ধ-বণিতা সব বয়সের, সকল শ্রেণি-পেশার মানুষের মনে জাগ্রত হয় মেলার এক দারুণ ইমেজ। সকল পার্বনকে যেন হার মানায় আবহমান কাল ধরে চলে আসা এ চৌদ্দমাদল। হাওর জনপদ অষ্টগ্রামের নিজস্ব ঐতিহ্য প্রস্ফুটিত হয় এ মেলাকে কেন্দ্র করে।

প্রতি বছর এ মেলাকে কেন্দ্র করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক প্রীতি বিনিময়ের মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে হাওরবাসীর মাঝে। এলাকায় সাজ সাজ রব পড়ে। উৎসব মুখর পরিবেশ বিরাজ করে সর্বত্র। দূর-দূরান্ত থেকে ঘরে ঘরে মেয়ে-জামাইসহ আতœীয় স্বজন বেড়াতে আসে। মহা উৎসবের ধুম পড়ে যায় সারা এলাকায়, এ যেন এক মহা মিলন। এবারও এর কমতি নেই।

চৌদ্দমাদল সেবাশ্রম সূত্রে জানা যায়-স্থানীয় সনাতন ধর্মাবলম্বী চার সম্প্রদায়ের দানে পরিচালিত এ চৌদ্দমাদল সেবাশ্রমে অন্যান্য বারের মত এবারও তারকব্রহ্ম মহানাম কীর্তন ও লীলা কীর্তন অনুষ্ঠিত হবে।

মেলা আয়োজক কমিটি জানায়-চৌদ্দমাদলকে কেন্দ্র করে স্থানীয় বাঙ্গালপাড়া হাই স্কুল এন্ড কলেজ মাঠে সাতদিন ব্যাপী এ গ্রামীণ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীগণ এসে মিষ্টি, উখড়া, ফল, চটপটি, খেলনা, প্রসাধনী, জুতা, কাপড়, লোহা, কাঠের ফার্নিচার, তৈজসপত্র, কৃষি যন্ত্রপাতি, গৃহস্থালীর বাহারী রকম প্রায় অর্ধসহ¯্রাধিক দোকানের পসরা সাজিয়ে বসেছে। কিশোরী-কূলবধূরা দল বেধে মেলায় এসে সারা বছরের ব্যবহার উপযোগী চুরি, লিপিস্টিক, ফিতা, পাথরের অলংকার, খেলনা, গৃহস্থালীর প্রয়োজনীয় উপকরণ কিনে নিয়ে যায় এবং প্রতিদিন হাজারো জনতার সমাগম হয়। মেলায় বাহারী আসবাসপত্রের পসরা ছাড়াও চিত্তবিনোদনের জন্য রয়েছে নাগর দোলা, নৌকা দোলা, ইলেকট্রিক ট্রেন, পুতুল নাচসহ গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন আয়োজন।

দৈনিক দেশতথ্য//এইচ//