Print Date & Time : 22 April 2025 Tuesday 9:21 am

অষ্টগ্রামে কম্বল পেল তিন শতাধিক অসহায় মানুষ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার কাস্তুল বাজারে
শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অষ্টগ্রাম মানবিক উন্নয়ন ফাউন্ডেশন নিজেদের অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় তিন শতাধিক দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করে।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রাজিব আহমেদ বাবুলের সভাপতিত্বে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর ও সদস্য ঝুটন মিয়া। এ সময় সংগঠনের পরিচালক জুয়েল হোসাইন, জুয়েল আহমদ রানা, রোজি আশরাফী, জামাল মিয়া, শাকিলা আক্তার, আদিবা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
দরিদ্র ও অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য বক্তারা অষ্টগ্রাম মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের ধন্যবাদ জানান এবং এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালীদের প্রতি আহবান জানান।

দৈনিক দেশতথ্য//এইচ//