অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জেরঅষ্টগ্রামে অনুমতি ছাড়াই বালিকা উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে বাড়ি নেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার ও তার স্বামী অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে।
১ জুলাই (সোমবার) অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। তাছাড়া চাকুরীর শুরু থেকেই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয়ের একটি ভবন দখল করে বসবাস করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সূত্র জানায়, সেদিন প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার ও তার স্বামী অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের লক্ষাধিক টাকা মূল্যের পাঁচটি গাছ কেটে তার নিজ বাড়ি বাঙ্গালপাড়ায় নিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে গাছগুলি আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনেন।
জানাযায়, বিদ্যালয়ে প্রধান শিক্ষকের জন্য কোন বাস ভবন বরাদ্ধ না থাকলেও চাকরির শুরু থেকেই কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের একটি ভবন দখল করে বসবাস করে আসছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার এক সাক্ষাৎকারে এ প্রতিনিধিকে জানান, তিনি কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বিদ্যালয় ভবনে বসবাস করছেন এবং নিয়মিত ভাড়াও পরিশোধ করছেন। তবে গাছ কাটা ও বাড়ি নিয়ে যাওয়ার বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি হননি।
ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরে আলম এ প্রতিনিধিকে জানান, প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার ও তার স্বামী অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে অনুমতি ছাড়া বিদ্যালয়ের গাছ কেটে বাড়ি নিয়ে যাওয়ার বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার বিদ্যালয় ভবনে বসবাস করেন এটা জানি কিন্তু কর্তৃপক্ষের অনুমতি আছে কিনা বা ভাড়া পরিশোধ করেন কিনা তা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান এ প্রতিনিধিকে জানান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post