Print Date & Time : 22 April 2025 Tuesday 10:37 am

অষ্টগ্রামে বিএনপি নেতৃবৃন্দের পূজা মণ্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

শুক্রবার (১১ অক্টোবর) উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল উপজেলার কাস্তুল, দেওঘর ও বাংগালপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, যুবদল সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলী রহমান খান, ছাত্রদল সভাপতি তিতুমীর হোসেন সোহেল, সাধারণ সম্পাদক আল মাহমুদ মোস্তাক ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যুবায়ের হাসান ইয়ামিনসহ অষ্টগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।