Print Date & Time : 8 July 2025 Tuesday 9:41 am

অষ্টগ্রামে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি,আটক ৪

মো. নজরুল ইসলাম: অষ্টগ্রাম প্রতিনিধি (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের অষ্টগ্রামের কাস্তুল-ভাতশালা বৃহত্তর সেচ প্রকল্পের চুরি হওয়া ৩টি বিদ্যুতের ট্রান্সফরমারসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার (২০ মার্চ) মামলার বাদী সাজন উদ্দিন ভূঁইয়ার অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে ইটনা উপজেলার বড়িবাড়ি ফেরীঘাট এলাকা থেকে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার তারের ৬টি কয়েল ও চোরাইমালে ব্যবহৃত একটি অটোরিক্সাসহ সায়েম (২২), পিতা আওলাদ হোসেন, মইনুল ইসলাম (২৬) পিতা মৃত সোনাউল্লাহ ও লিটন ঠাকুর, পিতা সিজিল ঠাকুরকে গ্রেফতার করা হয়।

তারা ইটনা উপজেলার পশ্চিমগ্রাম ও নয়াহাটির বাসিন্দা।

পরে তাদের তথ্য মতে ভাতশালার ভূট্টাক্ষেত থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ঢাকনাসহ ৩টি খালি ট্রাংকি উদ্ধার করে করিমগঞ্জের পুরান বৌলাই বাজারে অভিযান চালিয়ে জুয়েল মিয়া (৩৭) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

তিনি কিশোরগঞ্জ সদরের তেরহাসিয়া গ্রামের বাসিন্দা সামসুদ্দিনের পুত্র।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং যথাযথ পুলিশ প্রহরায় তাদের আদালতে সোপর্দ করা হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//