অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সড়ক দূর্ঘটনায় রাকিব (২৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যূ হয়েছে। এ ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) হাওরের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কের উপজেলার কাস্তুল ইউনিয়নের বাইশ মিটার ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাকিব ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বাবুখালী গ্রামের বাসিন্দা আবদুল মজিদের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাওরে ঘুরতে এসে তিন বন্ধু অষ্টগ্রাম থেকে মিঠামইন যাওয়ার পথে বাইশ মিটার ব্রীজ এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারালে দু’জন গুরুতর আহত ও ঘটনাস্থলে রাকিবের মৃত্যু হয়। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।