মোঃ নজরুল ইসলাম, হাওরাঞ্চল প্রতিনিধি (কিশোরগঞ্জ): ই-সোমবার (২৫ মার্চ) ই কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের প্রতিনিধি দল কিশোরগঞ্জের অষ্টগ্রামের স্বপ্নীল গণগ্রন্থাগার পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট কাকলী তালুকদার, কোষাধ্যক্ষ উম্মে সাহেরা এনিকা, পরিচালক (যোগাযোগ) পলাশ চন্দ্র শীল (প্রতাপ), সদস্য তাবাসসুম হোসেন, কাজী মেহের জাবীন, মৌলভীপাড়া গণগ্রন্থাগারের সভাপতি রেজাউল করিম সেলিম ও স্বপ্নীলের প্রতিষ্ঠাতা সাংবাদিক নজরুল ইসলাম সাগর। পরিদর্শন কালে প্রত্যন্ত হাওরে স্বপ্নীলের সংগ্রহ ও নিজস্ব প্রকাশনা দেখে প্রতিনিধি দলের সদস্যগণ ভূয়সী প্রশংসা করেন।
ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট কাকলী তালুকদার বলেন, স্বপ্নীলের এই বিশাল সংগ্রহ আমাদের ভবিষ্যত প্রজন্মকে লাইব্রেরি মুখী করতে উৎসাহিত করবে বলে আমি আশাবাদী। এসব সংগ্রহশালায় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনৈতিক পণ্য নিয়ে যত বেশি বই থাকবে, পর্যটক ও তরুণ প্রজন্মকে ততো বেশি আকৃষ্ট করবে এতে তাদের আরও বেশি জানার সুযোগ সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, এ ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা আবশ্যক। তিনি এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
পরিদর্শন শেষে স্বপ্নীল গণগ্রন্থাগার কর্তৃক প্রকাশিত সাংবাদিক নজরুল ইসলাম সাগর সম্পাদিত “অষ্টগ্রামের লেখক সমাজ” বইটি তাঁদের উপহার দেওয়া হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//