Print Date & Time : 16 April 2025 Wednesday 11:08 am

অষ্টগ্রামে ১৩ পরিবারের বসতঘর পুড়ে ছাই

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি হিন্দু পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় বসতঘর, মাছ ধরার জাল, স্বর্নালংকার, টিভি-ফ্রিজ, খাদ্যশষ্য, নগদ টাকা ও প্রয়োজনীয় দ্রব্যাদিসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার পূর্বঅষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া উত্তরপাড়ায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে কিছু বুঝে উঠার আগেই আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা লোকজন দ্রæত বের হয়ে আসায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে অষ্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা স্বীকার করে পূর্বঅষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুরমা আক্তার এ প্রতিনিধিকে জানান, এ অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে ১৩টি পরিবার প্রায় নিঃস্ব হয়ে গেছে। তিনি দ্রæত ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের দাবি জানান।

অষ্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কবির আহমেদ ভুঁইয়া এ প্রতিনিধিকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্তরা অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া ও অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এম/দৈনিক দেশতথ্য//