অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার স্বপ্নীল গণগ্রন্থাগার মিলনায়তনে সংগঠনের সদস্য সচিব আতাউল গনির সঞ্চালনায় ও আহবায়ক সজ্জাদ হোসাইন সমুজের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে সভাপতি পদে দৈনিক আমাদের সময়’র উপজেলা প্রতিনিধি ও জার্নাল অব কান্ট্রি সম্পাদক নজরুল ইসলাম সাগর ও সাধারণ সম্পাদক পদে দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আলী রহমান খাঁন নির্বাচিত হয়েছেন।
এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে মানব জমিন প্রতিনিধি অজিত দত্ত, সহ-সভাপতি পদে দেশ টিভি প্রতিনিধি তোফায়েল আহমেদ তুষার, যুগ্ন সম্পাদক পদে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি খন্দকার আবু সুফিয়ান, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক পদে দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি আতাউল গনি ও কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার প্রতিনিধি সাজ্জাদ হোসাইন সমুজ নির্বাচিত হয়েছেন।
সংগঠনের অন্য সদস্যরা হলেন জার্নাল অব কান্ট্রি’র সহকারী সম্পাদক আমিনুল হক নজরুল, দৈনিক আজকের কাগজ প্রতিনিধি পল্লব কান্তি দেব রনি, যায়যায় বেলা প্রতিনিধি ঝুটন মিয়া প্রমুখ।

Discussion about this post