Print Date & Time : 10 May 2025 Saturday 10:55 pm

অষ্টগ্রাম হাওর থেকে তিন শতাধিক গবাদিপশু নিখোঁজ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ঘূর্নিঝড় রেমালের প্রভাব পড়েছে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে গতকাল সোমবার (২৭ মে) ঝড়ের তাড়া খেয়ে নিখোঁজ হয় প্রায় তিন শতাধিক গবাদিপশু।

রেমালের প্রভাবে দু’দিনের মুশলধার বৃষ্টিতে তলিয়ে গেছে দেশের অন্যতম বৃহত্তম হাওর জোয়ানশাহীর অধিকাংশ এলাকা। দু’দিনে একবারও দেখা মেলেনি বিদ্যুতের। বন্ধ রয়েছে ইন্টারনেট সেবাও। ব্যাপক ক্ষতি হয়েছে ফল ও ফসলের।

হাওরের কৃষকরা জানায়, প্রতিদিনের মতো গতকাল ভোরেও তাদের রাখালেরা গরু, মহিষ, ছাগল হাওরে ছেড়ে বাড়ি চলে আসে। এরপর থেকে বাড়তে থাকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। তলিয়ে যায় হাওরের অধিকাংশ এলাকা। এ পর্যন্ত তাদের পশুগুলো আর ফিরে আসেনি।
আজ মংগলবার কয়েকজন তাদের হাতেগোনা কয়েকটি গবাদিপশু খুঁজে পেলেও অধিকাংশ এখনও নিখোঁজ রয়েছে।