নিজস্ব প্রতিবেদকঃ প্রতি বছরের মতো এবারও জানুয়ারি মাসের শুরু থেকে কুষ্টিয়ায় জেঁকে বসেছে তীব্র শীত। চলমান শৈত্যপ্রবাহ অসহায় শীতার্ত মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। বেশ কয়েক সপ্তাহ ধরে কনকনে তীব্র শীত পড়ছে। রাতভর কুয়াশা ঝরছে। দিনব্যাপী কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া। কয়েক সপ্তাহ ধরে কুষ্টিয়া জেলার এমন অবস্থা। প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ছিন্নমূল মানুষের দুর্দশাও বেড়েছে। এসব শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া জেলা প্রেসক্লাব। কনকনে শীতে কুষ্টিয়া জেলা প্রেসক্লাব প্রদত্ত কম্বল পেয়ে অসহায় হতদরিদ্র মানুষ উপকৃত ও খুশি হয়েছেন।
কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিকের সভাপতিত্বে রোববার (২৮ জানুয়ারি) বিকালে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবে ২ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাওছার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন।
কনকনে ঠান্ডায় অসহায় হতদরিদ্র মানুষ কুষ্টিয়া জেলা প্রেসক্লাব প্রদত্ত কম্বল পেয়ে মহাখুশি হয়েছেন। তারা বলেন, আমরা গরীব মানুষ। অর্থের অভাবে কম্বল কিনতে পারিনি। শীতে খুব কষ্টে আছি। কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হলো। প্রেসক্লাবের কম্বল পেয়ে খুব খুশি লাগছে। সাংবাদিকদের জন্য দোয়া রইল।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাওছার হোসেন বলেন, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে দরিদ্র অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়েছে। কনকনে শীতে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। এই মহতী উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হবে। মহতী উদ্যোগের জন্য কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার কাগজের সম্পাদক নুর আলম দুলাল, সিনিয়র সহ-সভাপতি দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি, কুষ্টিয়ার দর্পণের সম্পাদক মজিবুল শেখ, সহ-সভাপতি বাংলাভিশন ও দেশরূপান্তর পত্রিকার প্রতিনিধি হাসান আলী, সহ-সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মন্জু, যুগ্ম সম্পাদক দেশ টিভির জেলা প্রতিনিধি ও সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস, কোষাধ্যক্ষ আমার বার্তার প্রতিনিধি এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ঢাকা পোষ্টের প্রতিনিধি রাজু আহমেদ, দপ্তর সম্পাদক ডেইলি সানের প্রতিনিধি রেজাউল করিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রবিউল আলম ইভান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক দেশ বাংলার নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হায়দার আলী, দৈনিক আলোর বার্তার জেলা প্রতিনিধি আহসান আলী বিশ্বাস, দৈনিক দর্পণের স্টাফ রিপোর্টার আসলাম আলী প্রমুখ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৮ জানুয়ারি ২০২৪

Discussion about this post