কখনও অসহায় মানুষের দায়িত্ব, কখনও রক্ত দিতে দুর্ঘটনায় আক্রান্তদের পাশে,আবার কখনও নিজেদের অর্থ দিয়ে অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে যাওয়া- সব মিলিয়ে সুন্দর একটি সমাজের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন’ সবুজ বাংলা মানব কল্যাণ।
খবর পেয়ে প্রতিদিনই ইউনিয়ন এলাকায় ছুটে গিয়ে দরিদ্র ও ক্ষতিগ্রস্ত মানুষে পাশে দাঁড়াচ্ছেন এই সংগঠনটির সদস্যরা। এরমধ্যে সংগঠনটির সদস্যদের এমন কর্মকান্ডে খুঁশি ইউনিয়নবাসী।
এই নিয়ে ইউনিয়ন এলাকাজুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছেন তাঁরা।
সম্প্রতি নিজেদের প্রচেষ্টায় গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সবুজ বাংলা মানব কল্যাণ সংগঠনের গল্প শোনান সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রানা আহমেদ।
তিনি বলেন,অসহায় মানুষের খোঁজ খবর নিতেই আমাদের সংগঠনের প্রত্যেক সদস্য ছুটে চলেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিজেদের সাধ্যমত বিভিন্ন খাবার সামগ্রী নিয়ে সেখানে হাজির হই। খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি চিকিৎসা সহায়তাও দেওয়া হচ্ছে। ইউনিয়ন এলাকায় মানুষ এখন যেকোনো ভালো কাজ করতে গেলে আমাদের খোঁজে। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে।
রানা আহমেদ আরও বলেন,সব মিলিয়ে সুন্দর একটি সমাজের লক্ষ্যে ভালো কাজ করতে গিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাপোর্ট এবং অনুপ্রেরণা পাচ্ছি। সেই অনুপ্রেরণা নিয়ে বৈষম্যহীন এক সমাজ গড়ার স্বপ্ন দেখি। আমৃত্যু মানুষের জন্য কাজ করে যেতে চাই আমরা। আর স্বপ্ন দেখি, দেশের প্রতিটি ইউনিয়নে তরুণরা একযোগে কাজ করবে। যেকোনো সমস্যায় তরুণরা সবার আগে এগিয়ে যাবে।’
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২১ মে ২০২৩

Discussion about this post